মক্কা সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা

মক্কা (সৌদি আরব), (বাসস ডেস্ক) : অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর ও বিতর্কিত এই নগরীকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আয়োজিত সম্মেলনে ‘জেরুজালেমে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার দূতাবাস স্থানান্তরের’ নিন্দা জানানো হয়েছে এবং এই নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোকে বয়কট করার জন্য ওআইসি’র সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার চলতি মাসের শেষের দিকে বাহরাইনের এক সম্মেলনে দীর্ঘ প্রতিক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার প্রেক্ষিতে অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরবেন।
পরিকল্পনাটিকে ট্রাম্প ‘শতাব্দির চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনীরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে।
তারা বলেছে, ট্রাম্পের সকল নীতি ইসরাইলের পক্ষে গেছে।
২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনীরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে।
Related News
এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে মিয়ানমারের জেনারেলরা
মিয়ানমারের দশ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ শাফিউল বাশার ও শাহ সুলতান নবীন,Read More

ভারত-হংকং ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত
আইরিন নাহার,প্রেসওয়াচ ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনাভাইরাসRead More