ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের প্যান্ডেল ভেঙ্গে নিহত ১, আহত ১৯

(বাসস) : আকস্মিক ঝড়ে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্যান্ডেল ভেঙ্গে এক ব্যক্তি নিহত ও ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অনেকেই সামান্য আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। রাজধানীর পোস্তগোলা এলাকার বাসিন্দা তিনি।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই ঝড় শুরু হয়। এর কিছুক্ষণ পরই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ দিকে প্যান্ডেল ভেঙে পড়ে। এর নিচে চাপা পড়েন অনেকেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা আহত লোকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ দিকের প্যান্ডেল ভেঙে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

Share: