তৃতীয় স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় শ্রাবন্তী

অনলাইন ডেস্ক: গত ১৯ এপ্রিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃতীয় বারের মতো বসেন বিয়ের পিড়িতে। ২৩ এপ্রিল কলকাতাতে ফিরেছেন তিনি। বিয়ের পর রোশন ও শ্রাবন্তী দুজনই ব্যস্ত হয়ে পড়ায় তাদের একসঙ্গে দেখা যায়নি। শুক্রবারই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রোশন সিংয়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিটি তোলা হয়েছে বিমানে।
ধারণা করা হচ্ছে শ্রাবন্তী ও রোশন মধুচন্দ্রিমার জন্য রওনা হয়েছেন। কেউ কেউ নতুন জীবন ও ছুটি কাটাতে যাওয়ার জন্য শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রাবন্তী ও রোশনের এই ছবিতে অবশ্য দেখা যায়নি অভিনেত্রী ছেলে ঝিনুককে। কিছুদিন আগে শ্রাবন্তীর ছেলে ঝিনুকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন রোশন সিং।
শ্রাবন্তীর কথায় অবশ্য রোশনের সঙ্গে তার ছেলে ঝিনুকের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। এমনকি রোশনের সঙ্গে বিয়েটা ছেলে ঝিনুকের মতামত নিয়েই। প্রসঙ্গত, রোশন সিং একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার।-ইত্তেফাক
Related News
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ আয়োজিত ‘পালাগানের আসর’
প্রেসওয়াচ ডেস্কঃ পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ আয়োজিতRead More
এবারের ‘ইত্যাদি’ পতেঙ্গায়।। বঙ্গোপসাগর ও কর্ণফুলীর মোহনায় হানিফ সংকেত!
শাহ সুলতান নবীনঃ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো সবার সামনেRead More