অর্ধনগ্ন হয়ে পাকিস্তানের পতাকা হাতে রাখি, বিতর্ক চরমে

অনলাইন ডেস্ক: কখনো বেফাঁস মন্তব্য করে কখনো বা ছোট পোশাকে আলোড়ন তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বলিউড তারকা রাখি সাওয়ান্তের। এবার করলেন আরেক কাণ্ড! আবারও আলোচনায় আসলেন রাখি। চলছে বিতর্ক।সম্প্রতি স্বল্প বসনা রাখি পাকিস্তানে পতাকা গায়ে জড়িয়ে সে ছবি প্রকাশ করেছেন তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে। আর সে ছবি দেখেই তোলপাড় পড়ে গেলো রাখি ভক্তদের মাঝে। মিনিস্কার্ট পরিহিত রাখির এমন পতাকা জড়ানো ছবি দেখে অনেকেই রাখিকে পাকিস্তানের গুপ্তচর বলেও আক্রোশ ঝাড়েন।
তবে সেসবের জবাবও দিয়েছেন রাখি। জানিয়েছেন ‘ধারা ৩৭০’ নামে একটি ছবিতে অভিনয় করছেন রাখি। আর সেখানেই একজন পাকিস্তানির চরিত্রে অভিনয় করছেন তিনি। তাই শুটিং স্পটেই তুলেছিলেন ছবিগুলো।
রাখি জানান, সব পাকিস্তানিই খারাপ নয়। যারা জিহাদ করে মানুষ হত্যার জন্যে অনুপ্রেরণা দেয় সেসব পাকিস্তানিরা ঘৃণার যোগ্য। আমি মনে প্রাণে একজন ভারতীয়। তাই পাকিস্তানের পতাকা গায়ে জড়ালেই আমার পাকিস্তানি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।-ইত্তেফাক
Related News
করোনার কারণে এবার স্ত্রীসহ হাসপাতালে অভিনেতা ফারুক
. প্রেসওয়াচ রিপোর্টঃ আগেই করোনা পজিটিভ হন নেতা-অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। একRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রাপ্তদের নাম ঘোষণা
ডেইলি প্রেসওয়াচ রিপোর্ট : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। তথ্যRead More