ব্রিটিশ রাজ পরিবারের নতুন সদস্যের নাম আর্চি

অনলাইন ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারে জন্ম হওয়া নতুন অতিথির নাম রাখা হয়েছে। প্রিন্স হ্যারি ও মেগানের ছেলের নাম রাখা হয়েছে আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। এই নাম রাখার মধ্য দিয়ে ডিউক ও ডাচেস অব সাসেক্স তাদের প্রথম সন্তানের জন্য কোনো পদবী ব্যবহার না করার সিদ্ধান্ত নিলেন।
গত সোমবার জন্মগ্রহণ করেন ব্রিটিশ সিংহাসনের সপ্তম এই উত্তরাধিকারী। বুধবারই প্রথমবারের মতো নবজাতককে জনসম্মুখে আনা হয়। এ সময় বাবার কোলে ঘুমিয়ে ছিল আর্চি। সাদা কম্বলে আবৃত শিশুটির মাথায় একই রঙের টুপি পরানো ছিল।
মেগান মারকেল বুধবার রাজপরিবারের নতুন অতিথিকে প্রথমবারের মতো ক্যামেরার সামনে হাজির করেন। এদিনই প্রথমবারের মতো উইন্ডসর ক্যাসেলে রানী এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব এডিনবরা রাজপরিবারের নতুন অতিথিকে দেখতে যান।
ক্যামেরার সামনে আর্চিকে পরিচয় করিয়ে দিয়ে অভিনেত্রী মেগান মারকেল বলেন, তার (নবজাতক) মেজাজ দারুণ এবং সে বেশ শান্ত। আর বাবা প্রিন্স হ্যারি রসিকতা করে বলেন, সে এই মেজাজ কার কাছ থেকে পেয়েছে সেটি আমি জানি।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের বিয়ে হয়। এর পর থেকে রানী এলিজাবেথের ঘোষণা অনুযায়ী-প্রিন্স হ্যারি ‘ডিউক অব সাসেক্স’ ও তার স্ত্রী মেগান ‘ডাচেস অব সাসেক্স’ উপাধি পান।-ইত্তেফাক
Related News
এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে মিয়ানমারের জেনারেলরা
মিয়ানমারের দশ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ শাফিউল বাশার ও শাহ সুলতান নবীন,Read More

ভারত-হংকং ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত
আইরিন নাহার,প্রেসওয়াচ ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনাভাইরাসRead More