বৃষ্টির কারণে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম ওয়ানডে পরিত্যক্ত

লন্ডন, (বাসস) : বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো ইংল্যান্ড-পাকিস্তানের প্রথম ওয়ানডে। পরিত্যক্ত হবার আগে টস হেরে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ২ উইকেটে ৮০ রান করেছিলো পাকিস্তান।
লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচ শুরুর আগ থেকে বৃষ্টির হতে থাকে। ফলে দেরিতে খেলা শুরু হলে ম্যাচটি ৪৭ ওভারে নির্ধারিত হয়। এরপর খেলা শুরু হলে ১৬ দশমিক ৪ ওভার পর্যন্ত ব্যাট করতে পারে পাকিস্তান। পরে আবারো বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে ম্যাচটির দৈর্ঘ্য আরও কমে ৪১ ওভারে নির্ধারিত করা হয়। এরপর অবশ্য ১৪ বলের বেশি ব্যাট করতে পারেনি পাকিস্তান। ১৯ ওভারের পরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা।
১৯ ওভারের ব্যাটিং-এ ৪৫ রানের মধ্যে ২ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ফখর জামান ৩ ও তিন নম্বরে নামা বাবর আজম ১৬ রান করে ফিরেন। তবে আরেক ওপেনার ইমাম-ইল-হক ৪২ ও হারিস সোহেল ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের জোফরা আর্চার ৬ রানে ১ ও লিয়াম প্লাংকেট ২৭ রানে ১ উইকেট নেন।
আগামী ১১ মে সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
Related News

বাংলাদেশ সফর: প্রথম টেস্টে ক্যারিবীয়রা সবাই ‘নেগেটিভ’
বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদেরRead More
ম্যানসিটিতে করোনার থাবা, স্থগিত ম্যাচ
বড়দিনে ইউরোপের অন্য বড় লিগের খেলা বন্ধ থাকলেও প্রিমিয়ার লিগ ঐতিহ্য মেনে আয়োজন করে বক্সিংRead More