ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলবে : লারা

মুম্বাই, (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান ব্রায়ান লারার মতে ক্যারিবিয় দলটি আনপ্রেডিক্টেবল এবং আসন্ন বিশ্বকাপে ভাল করতে তাদের মূল বিষয় হবে ধারাবাহিকতা।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপএল) বিশেষজ্ঞ ধারাভাষ্যকার প্যানেলের অংশ লারা নিজ দলকে আসন্ন বিশ্বকাপে ‘সারপ্রাইজ এলিমেন্ট’ আখ্যা দিয়ে বলেন, ক্যারিবিয়রা সেমিফাইনাল খেলতে পারে।
টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে লারা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। ইংল্যান্ড, ভারতকে হারাতে পারি- সেটা আমরা দেখিয়েছি। নিজেদের দিনে যে কোন দলকে হারাতে পারি। তবে আমরা যখন বাংলাদেশ কিংবা আফগানিস্তানের কাছে হারি তখন আমাদের সব কিছু শেষ হয়ে যায়। যে কারণে ওয়েস্ট ইন্ডিজকে এটা এড়াতে হবে। আমরা ক্যারিবিয় দলটিকে সেমিফানালে দেখতে চাই।’
তিনি আরো বলেন,‘গত দু’টি টি-২০ বিশ্বকাপে আমরা ওয়েস্ট ইন্ডিজকে বিস্ময়কর দল হিসেবে দেখেছি। সব সময়ই প্রতিপক্ষ দলগুলোকে তাদের নিয়ে ভাবতে হয়েছে। ক্রমান্বয়ে সম্মিলিতভাবে জ্বলে ওঠার অনেক উপাাদান দলটিতে রয়েছে এবং পর্যায়ক্রমে সেটা হচ্ছে। সুতরাং শুরুর আগেই শেষ হয়ে গেছে-এমনটা চিন্তা করে কেউই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে না।
‘পক্ষান্তরে একদম কাছে গিয়েও বারবার ব্যর্থ আমরা হচ্ছি । সুতরাং বিস্ময়কর উপাদানগুলো দুই ভাবেই কাজ করতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজকে এ বিষয়ে কাজ করতে হবে। সমগ্র বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে আমাদের ছেলেরা ভাল করছে এটা খুবই ভাল একটা বিষয়। যে কারণে আমরা দুটি টি-২০ বিশ্বকাপ ট্রফি জিততে পেরেছি। তবে ধারাবাহিকতা গুরুত্বপুর্ন।’
অন্য কোন কোন দল সেমিফাইনালে পৌঁছাবে- জানতে চাইলে লারা বলেন বলে ইংল্যান্ড এবং ভারত সহজেই সেমিফাইনাল খেলবে।
ইংল্যান্ড সম্পর্কে লারা বলেন, ‘গুরুত্বপূর্ণ এ একটি ম্যাচে তারা (ইংল্যান্ড) কখনোই হারেনি স্বভাবতই আমি তাদের সমর্থন দিতে ঝুঁকি বো করিনা। তবে এবারের দলটি বেশ ভাল মনে হয়। সুতরাং তাদের পরে ভারত এ দু’টি দল অবশ্যই সেমিফাইনাল খেরবে আমি বিশ্বাস করি। ’
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট দশ হাজারের বেশি রান করা এ ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী ইংল্যান্ড কন্ডিশনে ব্যাটসম্যানদের প্রতি সতর্ক উচ্চারণ করেন।
তিনি আরো বলেন,‘ ইংল্যান্ড কন্ডিশন কিছুটা জটিল হতে পারে, যা খুবই ভাল। ইংল্যান্ডে খেলাটা আমি বেশ উপভোগ করতাম। আমি মনে করি ইংল্যান্ডে পারফরমেন্স করতে গুরুত্বপুর্ন হচ্ছে-তোমার খেলা সম্পর্কে জানা, তোমার বাধ্যবাধকতা সম্পর্কে জানা এবং খুব তাড়াতাড়ি বন্ডিশন সম্পর্কে জেনে সে অনুযায়ী খেলা। ’

Share: