পর্তুগালে বাস দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটক নিহত

কানিকো (পর্তুগাল), (বাসস ডেস্ক) : পর্তুগালের মাদেইরা দ্বীপে একটি বাস দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটক নিহত হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে বাসটির ভগ্নাংশ পাহাড়ি এলাকার একটি ভবনের বিপরীত দিকে বিপজ্জনক অবস্থায় রয়েছে। গাড়িটির ছাদ আংশিক ধ্বংস ও জানালা ভেঙ্গে গেছে। উদ্ধারকর্মীরা ঝোঁপঝাড়ের মধ্যে আহত যাত্রীদের কাছে পৌঁছেছে। সেখানে গাড়িটি অবস্থান করছিল। অনেকের মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ বাঁধা ছিল ও তাদের পোশাক রক্তমাখা।অন্যরা মারাত্মকভাবে আহত হয়েছে বলে মনে হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের অধিকাংশের বয়স ৪০ ও ৫০ এর কোঠায়।
মাডেইরার আঞ্চলিক সুরক্ষা সংস্থা এই ঘটনায় ২৮ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল কর্র্তৃপক্ষ চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নারীর মৃত্যুর কথা জানিয়েছে।বাসটিতে ৫০ জন যাত্রী ছিল।
Related News

বিশ্বে নতুন করে ৬ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
জেনেভা, এপ্রিল, ২০২১ (প্রেসওয়াচ ডেস্ক) : বিশ্বে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ লাখ ৪৬Read More

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের বিচার চাই : দিল্লির সভায় নুজহাত চৌধুরী
প্রেসওয়াচ ডেস্কঃ দিল্লিতে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারের বিচারেরRead More