আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা কম, বাড়ছে তাপমাত্রা

আগামী তিনদিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে। তবে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী তিনদিন দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে। তবে তাপমাত্রা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।-ইত্তেফাক
Related News
আসছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ১০ এর নিচে
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ কমছে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য। ফলে আগের তুলনায় শীত অনুভূত হচ্ছেRead More
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’
আম্ফানের পর ভারতের মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল নিসর্গ। সেই ঘূর্ণিঝড়ের রেশ এখনও কাটেনি। বিশেষত আম্ফান যেRead More