প্রধানমন্ত্রী বিএবি’র অনুদান গ্রহণ করেছেন

(বাসস) : প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) অনুদান দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় গণভবনে ৩৭টি ব্যাংকের কর্তৃপক্ষের কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক প্রতিনিধিদের নেতৃত্ব দেন।
বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা স্ব-স্ব ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ উপলক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য ব্যাংকগুলোর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ব্যাংক ও অন্যান্য সংস্থার দেয়া অনুদানের এই অর্থ বিভিন্ন দুর্ঘটনা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তসহ দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
Related News

স্বল্পোন্নত দেশ থেকে গ্র্যাজুয়েশন পাবে বাংলাদেশ ফেব্রুয়ারিতে
দিপু সিদ্দিকীঃ আর এক মাস পরেই বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে গ্র্যাজুয়েশন পাবে। আনুষ্ঠানিকRead More

প্রথম ধাপের পৌর নির্বাচনে আ. লীগ ১৮, স্বতন্ত্র ৩, বিএনপি ২
মাহবুব বাশার,ডেইলি প্রেসওয়াচঃ প্রথম দফায় দেশের ২৪টি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা ১৮টি পৌরসভায়Read More