শুক্রবার ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস শুক্রবার ঢাকায় আসছেন। তিনি ইতিপূর্বেকার হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন। শ্রিংলা গত ৭ জানুয়ারি বিদায় নেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত।নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলী এতদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে অধ্যাপনা করেন।
দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন মিশনে কাজ করছেন। রিভা গাঙ্গুলি ৯০ এর দশকের শেষ দিকে ঢাকায় ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন।-ইত্তেফাক
Related News

কচুয়ায় ড. মুনতাসীর মামুনের মায়ের দাফন সম্পন্ন
প্রেসওয়াচ রিপোর্টঃ চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মিসবাহ উদ্দীন খানের স্ত্রীRead More
শীতকালেও হচ্ছে তরমুজ চাষ
শীতকালে তরমুজ চাষ বা পাওয়া যাওয়ার কথা এক সময় স্বপ্নেও কেউ ভাবেনি। এখন বিষয়টি ভাবনাতেRead More