কথা দিচ্ছি হেবা-জিয়া সাঈদ

কথা দিচ্ছি হেবা

(বরাবর : হেবা আবু নাদা, ফিলিস্তিন)

…. …. …. …. ..

এমন রাত্রি কি আগে দেখেছি ?

এত কালো !

আলো বলতে শুধু তোমার

কাফনের রঙ –

করুণ শুভ্রতা…

 

একটু আগেও ধসের দুঃখের

কতরকম শব্দ ছিল

এখন ধ্বনি বলতে

শ্রবণে শুধু তোমার আর্তি –

আর্দ্র শব্দরেশ…

কবি জিয়া সাঈদ। একজন নিবেদিত প্রাণ মানব সেবক। একজন চিকিৎসক।

 

টেবিলের খোলা খাতা –

ক্ষোভের খসড়া

পাতা উল্টে দেখাচ্ছে বাতাস

আর আত্মস্থ পঙক্তির দ্যুতি

ঠিকরে বেরিয়ে

দেখিয়ে দিচ্ছে অভিমুখ

কথা দিচ্ছি হেবা –

রক্ত ও রাত্রিমাখা আমাদের মা,

আমাদের শিশুদের জন্য

নির্ভয়ের ভোর না এনে

আমরা থামব না….

Share: