বঙ্গবন্ধুর ঈদ শুধু উৎসবে সীমাবদ্ধ ছিল না,ত্যাগের মহিমায় উদ্ভাসিত ছিল : ড.কলিমউল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি:২৯জুন ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায়  বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬৯৬তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, মালয়েশিয়া থেকে পিএইচডি গবেষক কাজী ফারজানা ইয়াসমিন। সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, গোপালগঞ্জস্হ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ইন্টারন্যাশনাল রবীন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ফারহানা আকতার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ডা. বায়েজিদা ফারজানা।

সভাপতির বক্তব্যের শুরুতে ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,বঙ্গবন্ধুর ঈদ শুধু উৎসবে সীমাবদ্ধ ছিল না,ত্যাগের মহিমায় উদ্ভাসিত ছিল ।

কাজী ফারজানা ইয়াসমিন ,বঙ্গবন্ধুর ঈদ ভাবনা তুলে ধরে বলেন,‘ বাংলার জনগণ সেইদিনই ঈদের আনন্দ ভোগ করতে পারবে, যেদিন তারা পরাধীনতা থেকে মুক্তি পাবে।

প্রশান্ত কুমার সরকার বলেন, বঙ্গবন্ধু নিজের নিরাপত্তা বলয় ভেদ করে হলেও জনগণের সঙ্গে সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দিতেন।

ফারহানা আকতার বলেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যাওয়ায় রাজনীতির ক্ষেত্রে অনেক বিশৃঙ্খলা ও অনৈতিক চর্চা বৃদ্ধি পেয়েছে।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও রাজশাহী থেকে ডা.মাহবুবুল হক ।

Share: