শুভ উদ্বোধন — ইয়াফেস ওসমান 

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

দেশের মানুষ বেজায় খুশি

বিশ্ব সভায় বাড়লো মান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

দেশের মানুষ বেজায় খুশি

অপবাদের জবাব দান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

দেশের মানুষ বেজায় খুশি

যুদ্ধ জয়ের উপখ্যান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

একেই বলে শেখার বেটী

উপযুক্ত তার জবাব খান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

দেশের মানুষ বেজায় খুশি

গাইছে লোকে দেশের গান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

দেশের মানুষ বেজায় খুশি

চলবে সেতুয় হাজার যান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

দেশের লোকের পদ্মা পাড়ি

নাই কোন ভয় ঝড় তুফান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

দেশ বিরোধী শত্রু যারা

এই বার হও সাবধান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

উত্তর দক্ষিণ যুক্ত হলো

সব ঋতুতেই চলবে যান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

মিথ্যা অপবাদের হলো

যুৎসই তার জবাব খান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

দক্ষিণের গণমানুষের

দুঃখ দিনের অবসান।

 

উদ্বোধন হল পদ্মা সেতু

শেখ হাসিনার অবদান

পিতা দিলেন স্বাধীন স্বদেশ

কন্যা বাড়াই দেশের মান।

 

“দাবায়ে রাখতে পারবানা”

আজো সদা কানে বাজে

পিতার মতই সাহসী কন্যা

প্রমাণ করেছে কাজে।

 

শত শহীদের দুঃখী সন্তান

সভায় বলেছে বেশ

মোদের কাছে কন্যাই আজ

পিতার বাংলাদেশ।।

Share: