শ্রীলংকার কাছে অবিশ্বাস্য হারে এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

দুবাই, ১ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : অবিশ্বাস্যভাবে শ্রীলংকার কাছ হেরে এশিয়া কাপের ১৫তম আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো গত দুই আসরের ফাইনালিষ্ট বাংলাদেশ।

আজ উত্তেজনাপূর্ণ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকা ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারলেও, বাংলাদেশের বিপক্ষে জয়ে সুপার ফোরের টিকিট পেল শ্রীলংকা। আর গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরে শূণ্য হাতে এশিয়া কাপের মিশন শেষ করলো সাকিব আল হাসানের দল। ফলে এই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করলো আফগানিস্তান ও শ্রীলংকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। এনামুল হক বিজয় , মোহাম্মদ নাইম ও মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে একাদশে সুযোগ দেয়া হয় সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও নতুন মুখ এবাদত হোসেনকে।

আগের ম্যাচের দুই ওপেনার একাদশ থেকে বাদ পড়ায় এবার বাংলাদেশের ইনিংস শুরু করেন মিরাজ ও সাব্বির। পরিসংখ্যান মতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের নবম উদ্বোধনী জুটি এটি।

আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনও ইনিংস ওপেন করেননি তিন বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা সাব্বির। আর আন্তর্জাতিক ক্রিকেটে একবারই ইনিংস শুরু করেন মিরাজ। গত ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লিটন দাসের সাথে ইনিংস শুরু করে ১২০ রানের জুটি গড়েছিলেন মিরাজ।ম্যাচে ৩২ রান করেছিলেন মিরাজ।

এ ম্যাচের প্রথম বলে লেগ-বাই থেকে চার পায় বাংলাদেশ। পঞ্চম বলে ৩ রান নেন মিরাজ। আর শেষ বলে প্যাডল-স্কুপ শটে ফাইন লেগ দিয়ে চার মারেন সাব্বির। এতে প্রথম ওভার থেকে ১১ রান পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভার থেকে মাত্র ৩ রান আসে। আর তৃতীয় ওভারের পঞ্চম বলে বিদায় নেন সাব্বির। শ্রীলংকার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার আসিথা ফার্নান্দোর বলটি পুল শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৬ বলে ৫ রান করা সাব্বির।

দলীয় ১৯ রানে সাব্বির ফিরলেও, ভড়কে যাননি মিরাজ। চতুর্থ ওভারে ১টি ছক্কা, পঞ্চম ওভারে ১টি করে চার-ছয় মারেন তিনি। পঞ্চম ওভারে বাংলাদেশ পায় ১৮ রান। পাওয়ার প্লের শেষ ওভার থেকে মিরাজের ১টি চারে ৮ রান পেয়ে যায় বাংলাদেশ। ফলে ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৫৫ রানে। এসময় ২টি করে চার-ছক্কায় ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

পাওয়ার-প্লে শেষ হবার পরের ওভারেই বিদায় ঘটে মিরাজের।

Share: