হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

আইরিন নাহার:নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সম্পূর্ণ নিউজ সময়

বাংলাদেশ

২ টা ১১ মিনিট, ২৯ আগস্ট ২০২২

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

মহানগর ডেস্ক

 

২ মিনিটে পড়ুন

 

রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্তের পর বাসায় ফিরবেন খালেদা জিয়া।

 

এর আগে রাত পৌনে ৮টার দিকে তার নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে সোমবার (২৯ আগস্ট) তিনি বাসায় ফিরবেন।

 

এ সময় তার সঙ্গে ভাই শামীম এস্কান্দর, ভাবি কানিজ ফাতেমা, দলের মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।

Share: