প্রেস ওয়াচ রিপোর্ট:গ্যালারী চিত্রকে চলছে শিল্পী তামিম জলিলুর রাব্বির ছাপচিত্রের গল্প (Prints & Beyond) শীর্ষক একক চিত্র প্রদর্শনী। গত ১৯ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শনী উদ্বোধনীন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুল নবী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিল্পী অধ্যাপক আবুল বারক আলভী, সভাপতিত্ব করেন শিল্প সমালোচক অধ্যাপক মইনুদ্দিন খালেদ।
প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক সময়ের ৭০ টিরও অধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ৩ সেপ্টেম্বর, শনিবার ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাজ ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।