দিপু সিদ্দিকী: জেলার ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যা¤প ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ভোগডাবুরী গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আসাদুজ্জামান হাকিম মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কো¤পানি কমান্ডার সুবেদার আব্দুল ওয়ারেজ, ডাঙ্গাপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার আমিনুল ইসলাম প্রমুখ।
বিজিবি সূত্রে জানাগেছে,৭৫টি অসহায় পরিবারের প্রত্যেক পরিবারকে চাল ৫ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি ও ভোজ্য তেল ১ লিটার করে প্রদান করা হয়।
এ সময় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০০ জনকে সেবা প্রদান করা হয়েছে।