যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ২৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের। এদিকে কয়েকটি এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। খবর বিবিসির।

ছবি: নিউইয়র্ক টাইমস

ছবি: নিউইয়র্ক টাইমস

বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন অঙ্গরাজ্যের কয়েক হাজার বাসিন্দা। ঘরে পানি ওঠায় অনেকে ঠাঁই নিয়েছেন ছাদের ওপর। শুক্রবার (২৯ জুলাই) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অঙ্গরাজ্যটির গভর্নর জানান, এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, চারটি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সবাই আতঙ্কে রয়েছেন। মোবাইলের টাওয়ার ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত সবকিছু ঠিক করার।

পানি কিছুটা কমায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে কাজ শুরু করেছেন স্থানীয়রা। দুর্গতদের সহায়তায় মাঠে নেমেছে প্রশাসনও। অব্যাহত রয়েছে উদ্ধারকাজ। ছোট ছোট নৌকায় করে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মী দলের সদস্যরা। এদিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Share: