gas

লাটভিয়ার বিরুদ্ধে গ্যাস ক্রয়ের ‘শর্ত লঙ্ঘনের’ অভিযোগ এনেছে গ্যাজপ্রম। যদিও সেই কথিত শর্ত লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহে ইউরোপে নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে সক্ষমতার প্রায় ২০ শতাংশ গ্যাস সরবরাহ কমায় গাজপ্রম। এর আগে রক্ষণাবেক্ষণের জন্যও গ্যাস সরবরাহ কিছুদিন বন্ধ রাখা হয়। আর এবার সেই গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করল প্রতিষ্ঠানটি।

লাটভিয়া প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য প্রতিবেশী দেশ রাশিয়ার ওপর নির্ভরশীল। তবে গ্যাজপ্রমের এমন পদক্ষেপ লাটভিয়ায় বড় কোনো প্রভাব ফেলবে না বলে আশা করছে দেশটির সরকার।

আরও পড়ুন: রাশিয়া কি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে?

গত বছর রাশিয়া তাদের গ্যাসের ৪০ শতাংশ ইইউকে সরবরাহ করে। কিন্তু দেশটি এবার জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ ইইউর।

জার্মানি বলছে, গ্যাস সরবরাহ সীমিত করার প্রযুক্তিগত কোনো কারণ নেই। অপরদিকে রাশিয়া সতর্ক করে বলেছে, তারা সরবরাহ কমাতে পারে বা পুরোপুরি বন্ধও রাখতে পারে। তাদের এ হুঁশিয়ারির পর সদস্য রাষ্ট্রগুলোকে আগামী সাত মাস গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়িন বলেন, রাশিয়া ইইউতে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা একটি ‘সম্ভাব্য চিত্র’।

গ্যাজপ্রমের ঘোষণার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ঐক্যবদ্ধ ইউরোপের বিরুদ্ধে প্রকাশ্য গ্যাসযুদ্ধ চালাচ্ছে রাশিয়া, যা ভাবা হয়েছিল এটা ঠিক তা-ই।’