ঢাকায় আসছেন না পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খান। উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তার ঢাকায় আসার কথা ছিল।
পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা সম্মেলন শুরুর একদিন আগে মঙ্গলবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন। সশরীরে না এলেও তিনি অনলাইনে সম্মেলনে যোগ দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, যেহেতু ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশবিশেষ হাইব্রিড ফরম্যাটে হবে, সে সুযোগে আমাদের প্রতিনিধিত্ব অনলাইনের মাধ্যমে থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংগঠন) ওয়াহিদা আহমেদ গণমাধ্যমকে বলেন, উনি (হিনা) আসছেন না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী (বিলাওয়াল ভুট্টো) ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।
বুধবার ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন জোটের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনে হিনা রাব্বানি খার সশরীরে যোগ দেবেন বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
হিনা রাব্বানি ঢাকায় এলে তা হতো এক দশকের মধ্যে বাংলাদেশে পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। সর্বশেষ ২০১২ সালে হিনা রাব্বানিই ঢাকা সফরে এসেছিলেন, তখন তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক রয়েছে ডি-৮ জোটের সদস্য।