আইসিসি জানিয়েছে, বাংলাদেশে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। ১০টি দল মিলে খেলবে মোট ২৩টি ম্যাচ। বাংলাদেশে এর আগেও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের সেই আসরে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া মুকুট জিতে নেয়।