স্মার্ট আইডি কার্ড পেলেন বাগেরহাটের বীর মুক্তিযোদ্ধারা

বাগেরহাট সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিকেলে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বীর সন্তানদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মুকিত ঝন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিশিকেশ দাস, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়ার ইউপি চেয়ারম্যান মোহিতুর রহমান পল্টনসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট সদর উপজেলার ৩৪০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

এছাড়াও মৃত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারদের মাঝেও ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা হয়েছে।

Share: