hz

রোববার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর-১০ সেনপাড়া পর্বতা পাথওয়ের প্রধান কার্যালয়ে এ গরু কোরবানি দেয়া হয়।

তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আর সমাজের পিছিয়ে পড়া এসব মানুষকে মূলস্রোতে ফিরিয়ে আনতেই তাদের এ উদ্যোগ বলে জানিয়েছেন পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।

আরও পড়ুন: কোরবানির আগেই গরু জবাই করে মাংস চুরি করল দুর্বৃত্তরা

পাথওয়ের নির্বাহী পরিচালক শাহিন বলেন, সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দিত আমি। তৃতীয় লিঙ্গের মানুষরা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মাংস সংগ্রহের যে দৃশ্য দেখি তা যেন আর দেখতে না হয়, সেজন্যই এ উদ্যোগ নিয়েছি। এ জন্য তৃতীয় লিঙ্গের মানুষের উপস্থিতিতেই গরু কোরবানি দেয়া হয় এবং তারা নিজ হাতে গরুর মাংস নিজেদের মাঝে বণ্টন করে নেন। এ কোরবানিতে প্রায় ৫০০ তৃতীয় লিঙ্গের মানুষ উপস্থিত ছিলেন।

প্রতি বছর এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের কথা জানান পাথওয়ের নির্বাহী পরিচালক। এ ধরনের উদ্যোগে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা তাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা তার।

আরও পড়ুন: কয়েদিদের ঈদে ৩০০ গ্রাম গরুর মাংস, নারীদের জন্য চুড়ি-ফিতা

এর আগে শনিবার (৯ জুলাই) রাতে গাবতলী গরু হাটে তৃতীয় লিঙ্গের মানুষদের পছন্দ অনুযায়ী গরু কিনতে যান পাথওয়ের নির্বাহী পরিচালক। এরপর তাদের পছন্দ অনুযায়ী ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে গরু কেনা হয়।