প্রেস ওয়াচ ডেস্ক : রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভারোদনেৎস্ক নগরীর আংশিক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ অঞ্চলের দায়িত্বে থাকা ওই কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন।
এদিকে মস্কোর সৈন্যরা দনবাস অঞ্চলের একেবারে কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লুগানস্ক আঞ্চলিক গভর্নর সার্গি গাইদে বলেন, সেখানে ‘খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। রাশিয়ার সৈন্যরা সেভারোদনেৎস্ক বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার বাহিনী এগিয়ে আসা সত্ত্বেও ইউক্রেনের সৈন্যরা ‘এখনো ওই নগরীতে রয়েছে।’