বঙ্গবন্ধু  সর্বক্ষণ বাঙালির হিতচিন্তায় মশগুল থাকতেন: ড.কলিমউল্লাহ

প্রস ওয়াচ রিপোর্টঃ বৃহস্পতিবার ,২৬ মে,২০২২ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মদিন উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এক বিশেষ্ সেমিনারের ২৯৫তম পর্ব অনুষ্ঠিত হয়।

জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক কাজী ফারজানা ইয়াসমিন,সোলমাইদ হাই স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আফরোজা বেগম নীলা,নীলফামারী-জলঢাকা থেকে ফাতেমা-তুজ-জোহরা,রাপি তোরাপ,মোঃমাসুম মুসফিক,আবুল হাসনাত,রাসিন ইবনে মাহবুব ও টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া সিকদার।

সেমিনারে গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক ড. জেবউননেছা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম তানভীর আহমেদ এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ এর অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার।

বঙ্গবন্ধু সর্বক্ষণ বাঙালির হিতচিন্তায় মশগুল থাকতেন: ড.কলিমউল্লাহ

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বক্ষণ বাঙালির হিতচিন্তায় মশগুল থাকতেন।

আব্দুস সাত্তার দুলাল,প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ভিত্তিক শিক্ষার গুরুত্ব দিতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

কাজী ফারজানা ইয়াসমিন দেশ প্রেমিক নাগরিক তৈরির জন্য শিক্ষাবিদ ও রাজনীতিবিদদের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।  সোনিয়া শিকদার জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইস্যুকে কেন্দ্র করে হয়রানি এবং অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবি জানান।

ফাতেমা-তুজ-জোহরা লিমা বলেন, বঙ্গবন্ধু সারাটি জীবন গণমানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। .

সেমিনারে বক্তারা বলেন,ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতার আধার ।

সেমিনারটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী।

সেমিনারে অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন রাজশাহী থেকে ডা.মনোয়ার,সোনালি ব্যাংক কর্মকর্তা ই এন রুমা ও বি-বাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল বায়েজিদা ফারজানা।

Share: