দিপু সিদ্দিকী/মনোয়ারঃ
রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় গ্যাসের লাইন দেওয়ার সময় লিকেজ থেকে আগুনে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় দক্ষিনখান মহিলা কলেজ রোডে কামরুল ইসলামের বাসার পাঁচতলায় এ ঘটনা ঘটে। তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- বাসার ভাড়াটিয়া মনিরা বেগম (৩৫), জেএমআই কোম্পানির কর্মচারী মো. শাকিব (২৬) ও মো. জসিম (৪০)।
দগ্ধ মনিরা বেগমের স্বামী আনোয়ার হোসেন জানায়, সন্ধ্যায় জেএমআই কোম্পানি বাসার নিচতলা থেকে পাঁচতলায় গ্যাস লাইন দিচ্ছিল। সংযোগ দেওয়ার পর চুলা চালু করতেই সারা ঘরে আগুন লেগে যায়। এতে তার স্ত্রী মনিরা বেগমসহ কোম্পানির দুই কর্মচারী দগ্ধ হন।
আনোয়ার হোসেন জানান, এ সময় ঘরের আসবাবপত্রও আগুনে পুড়ে যায়। পরে দগ্ধ তিনজনকে দ্রুত বার্ন ইনস্টটিউটে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, দক্ষিণখান থেকে এক নারীসহ তিনজন দগ্ধ ইনস্টিটিউটে এসেছেন। এদের মধ্যে মনিরার ২২ শতাংশ, শাকিবের ২২ শতাংশ ও জসিমের ২৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।