ইউক্রেনে নিহত সেনাদের ক্ষতিপূরণ দেবেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান—অন্য দেশগুলোর ভাষায় ইউক্রেন আগ্রাসন—পরিকল্পনা মোতাবেক চলছে। এ সময়ে নিহত রুশ সেনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।

আগ্রাসন পরিকল্পনা মতো হচ্ছে না বলে বহু বিশ্লেষক দাবি করলেও পুতিন বলছেন, সব ঠিকঠাকমতো হচ্ছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি অভিযোগ করেন, হাজার হাজার বিদেশিকে জিম্মি করে রেখেছে ইউক্রেনের বাহিনী। তারা বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে দেখা যায়নি তাকে। এছাড়া রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় রুশ সেনাদের সাহসিকতার তারিফ করতে দেখা গেছে তাকে।

তিনি বলেন, ইউক্রেনের নিও-নাৎসিদের বিরুদ্ধে লড়াইয়ে রুশ সেনারা বিরোচিত পদক্ষেপ নিয়েছে। যুদ্ধে মারা যাওয়া সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলাপ করতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমরা রাশিয়ায় হামলা চালাচ্ছি না, তেমন কোনো পরিকল্পনাও নেই। আপনারা আমাদের কাছে কী চাচ্ছেন?

পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার সঙ্গে বসুন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মতো ত্রিশ মিটার দূরে না।

Share: