চাঁদপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জান্নাতঃ

চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের গাছতলা এলাকায় ইনস্টিটিউটের ক্যাম্পাসে প্রায় তিন ঘণ্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা জানায়, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিকেলে মেরিন ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে বসে ছিল। এসময় চাঁদপুর শহরের ষোলঘরের কিছু যুবক দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সাতজন শিক্ষার্থী আহত হন।
 

মানববন্ধনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কিছু বহিরাগত যুবক দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চাচ্ছিল। তাদের বাঁধা দেওয়ার কারণে শিক্ষার্থীদের ওপর বার বার এমন হামলা করা হচ্ছে। শুধু তাই নয়, বহিরাগত যুবকরা ক্যাম্পাসের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ক্যাম্পাসের দারোয়ানের ওপর হামলা চালায়। এতে আমাদের পড়ালেখা ও জীবনের কোন নিরাপত্তা নেই।

হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনা হলে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
Share: