বন্ধ হচ্ছে না টিকার প্রথম ডোজ

দিপু সিদ্দিকীঃ

আগামী ২৬ ফ্রেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে, এমন ঘোষণা দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এটি পুরোপুরি বন্ধ নয়, বরং প্রথম ডোজ দেওয়ার কর্মসূচি কিছুটা শিথিল থাকবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর বিসিপিএস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী নেওয়া টিকাদান কর্মসূচি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ২৬ ফেব্রুয়ারির পর টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তাই সাময়িকভাবে প্রথম ডোজে দৃষ্টিপাত একটু কম থাকবে। তবে এ প্রথম ডোজ চলমান থাকবে।

তিনি বলেন, এই দিনে আমরা ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ টিকা দেওয়া হবে। আমাদের হাতে এখনও ১০ কোটি ডোজ টিকা রয়েছে।

Share: