একুশে বইমেলা ২০২২।। ’দশ টাকার জিলাপি’ ও কবি আসাদ প্রসঙ্গ ।।

শাদাব হাসিন সিদ্দিকীঃ একুশে বইমেলা ২০২২ এ পাওয়া যাচ্ছে কবি আসাদ এর কাব্য গ্রন্থ ’দশ টাকার জিলাপি’ 

কবি, শিক্ষক ও গবেষক আসাদ খান আশির দশকের শেষার্ধে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক নাম মােহাম্মদ ইহসানুল ইসলাম খান এবং স্থায়ী ঠিকানা টাঙ্গাইল এর মির্জাপুর উপজেলার শুভুল্লা গ্রামে। তবে শৈশব থেকে বেড়ে ওঠা ঢাকা সেনানিবাস সংলগ্ন ইব্রাহিমপুর এলাকায়। ইংরেজি ও ইংরেজি ভাষা শিক্ষণ (ELT) এর উপর অর্জন করেছেন দুটি পৃথক মাস্টার্স ডিগ্রি। এছাড়াও শিক্ষা বিষয়ক রয়েছে বিএড ও এমএড ডিগ্রী।

একুশে বইমেলা ২০২২।। ’দশ টাকার জিলাপি’ ও কবি আসাদ প্রসঙ্গ ।।- ডেইলি প্রেসওয়াচ

ইংরেজি ভাষা ও সাহিত্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক ও সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত তিনি। লেখালিখির হাতেখড়ি শুরু হয় একটি ত্রৈমাসিক পত্রিকায়। পরবর্তীতে মাসিক হ্যালাে-টিন পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। এছাড়াও অনলাইন পত্রিকা ডেইলি প্রেসওয়াচ এর সহকারী বার্তা সম্পাদক এর। দায়িত্ব পালন করেছেন। পাঁচ বছর। (২০১৫-২০১৯)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ‘হ্যালাে-টিন সােসাইটি’ -এর ‘প্রেসিডেন্ট হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন তিনি (২০১৮-বর্তমান)। শিক্ষকতা জীবনে রয়েছে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা। গবেষণা কর্মেও পেয়েছেন সফলতা, |  দেশি-বিদেশি ইনডেক্সড জার্নালে প্রকাশিত হয়েছে পঁচিশটিরও বেশি নিবন্ধ। এছাড়াও সম্পাদনার দায়িত্ব পালন করছেন বেশ কয়েকটি স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে।

Share: