“বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন” বিষয়ক আলোচনা সভা

প্রেস ওয়াচ রিপোর্ট/মাহবুব বাশারঃ রবিবার,৩০ জানুয়ারী, ২০২২ তারিখ সেন্টার ফর পলিসি ডায়লগ (CPD) ও বাংলাদেশস্থ সুইডিশ দূতাবাসের সহযোগিতায় আয়োজিত “বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন” বিষয়ক একটি সফল আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সেন্টার ফর পলিসি ডায়লগ (CPD) এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বাংলাদেশস্থ সুইডিশ দূতাবাসের উপ-প্রধান ও উন্নয়ন সহযোগিতার প্রধান Ms. Christine Johansson, ডিবিএল গ্রুপের চীফ সাসটেইনেবিলিটি অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল্লাহ, বিকেএমইএ’র সাবেক সভাপতি জনাব মোঃ ফজলুল হক, আওয়াজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমা আক্তার, বিকেএমইএ’র সভাপতি জনাব মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সভাপতি জনাব ফারুক হাসানসহ অনুষ্ঠানে উপস্থিত হন।

“বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন” বিষয়ক একটি সফল আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

Share: