ইথিওপিয়ায় ৬০ লাখ বাসিন্দা অবরুদ্ধ

দিলরুবা আক্তারঃ

ইথিওপিয়ার সংঘাত কবলিত তিগ্রাই অঞ্চলে প্রায় ৬০ লাখ বাসিন্দা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। খাদ্যের অভাবে রয়েছেন প্রায় ৪০ শতাংশ। গোটা তিগ্রাই মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।

২০২০ সালের নভেম্বরে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টি-টিপিএলএফ ও ইথিওপিয়ার সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। টিএলএফ-এর দাবি, সংঘাতকবলিত অঞ্চলটিতে চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। যদিও দেশটির সরকার বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে। দু’পক্ষের সংঘর্ষের কারণে তাইগ্রে অঞ্চলের মানুষের চলমান খাদ্য সংকট ও মানবেতর জীবনযাপন পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।

 
স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে ডব্লিউএফপির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ইথিওপিয়ার সংঘাত কবলিত তাইগ্রে অঞ্চলে প্রায় ৬০ লাখ বাসিন্দা অবরুদ্ধ আছেন। এছাড়াও অঞ্চলটিতে প্রায় ২২ লাখ মানুষ চরম খাদ্য সংকটে দিন যাপন করছেন। তাইগ্রে ছাড়াও আমহারা ও আফার অঞ্চলে আরো ৯০ লাখ মানুষের জরুরি সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।
Share: