‘সর্বোত্তম’ নির্বাচন-নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

দিপু সিদ্দিকীঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে বর্তমান কমিশনের (ইসি) পাঁচ বছর মেয়াদে ‘সর্বোত্তম’ নির্বাচন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে ভোট শেষে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।


‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আমার কথা’ শীর্ষক লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ, আমি ইতোপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো।’

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেন তিনি।

তিনি বলেন, ‘বিগত ৫ বছরে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম।’

এ নির্বাচন কমিশনার জানান, নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোনো সংখ্যা জানা যায়নি। তিনি বলেন, ‘আমি নিজে সবসময় গায়েবি মামলার বিরোধিতা করেছি। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, তা এক প্রশ্ন। এই নির্বাচনকালেও পুরোনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৯২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৬ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৫৫০৫০ ভোট, অন্যদিকে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৯৬৪৫৭ ভোট।
Share: