করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না

মাহবুবুল হকঃ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে সংক্রমণের আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সোমবার একদিনে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ১১ লাখ। সেইসঙ্গে, পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও।

অন্যদিকে, ভারতে একদিনে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও, অব্যাহত রয়েছে সংক্রমণ। আগামী দুই একদিনের মধ্যেই দিল্লিতে সংক্রমণের হার চূড়ায় পৌঁছাবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির অবনতি হয়েছে অস্ট্রেলিয়াতেও।

যুক্তরাষ্ট্রে কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না করোনার লাগাম। দেশটিতে নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্তের পর থেকেই প্রতিনিয়তই রেকর্ড ছাড়াচ্ছে সংক্রমণের হার। বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন রেকর্ড প্রায় সাড়ে এগার লাখ। এতে হাসাপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমন বেড়ে যাওয়ায় দেশটির স্কুলগুলো খোলা রাখাও কঠিন হয়ে পড়েছে। এতে হুমকির মুখে পড়ছে দেশটির শিক্ষা ব্যবস্থা।

ভারতেও অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। তবে, আগের দিনের তুলনায় সোমবার আক্রান্তের হার ছিল কিছুটা কম। যদিও, দিল্লিতে আগামী দুই একদিনের মধ্যেই সংক্রমণের হার চূড়ায় পৌঁছাবে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

অষ্ট্রেলিয়াতেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে প্রতিদিনই হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত হচ্ছেন গড়ে প্রায় এক লাখ। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোভিড পরীক্ষা ও টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও, টেস্ট কিট স্বল্পতায় খুব একটা কাজে আসছে না তা।

এছাড়াও, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপজুড়ে করোনার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে, পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন শনাক্তের হারও।

Share: