১০ ই জানুয়ারী – নজরুল ইসলাম

পাখিকে প্রশ্ন করলাম
তোমার কণ্ঠ সুধা , সুর লহরী
ভোরের ঐকতান কোথায় ?
পাখি বলল , “বঙ্গবন্ধু কে এনে দাও” ।
নদী কে প্রশ্ন করলাম
তোমার উচ্ছল কলতান, মোহিনী নৃত্য
সম্নুখ পানে এগিয়ে যাবার
উদগ্র বাসনা কোথায় ?
নদী বলল , “ বঙ্গবন্ধু কে এনে দাও” ।
ফুলকে প্রশ্ন করলাম
দখিনা বাতাসে মন উন্মন করা গন্ধ
রূপ রস সুধা বাহারি চমক কোথায় ?
ফুল বলল , “ বঙ্গবন্ধু কে এনে দাও”।
জনতাকে প্রশ্ন করলাম
তোমার হাত পা নিশ্চল , নিরব নিথর
কণ্ঠে কেন ধ্বনিত হয় না বাঙ্গালীর প্রাণের শ্লোগান?
জনতা বলল “ বঙ্গবন্ধু কে এনে দাও” ।
অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ ১০ ই জানুয়ারী ।
দীপ্ত পদক্ষেপে জনতার মাঝে এসে দাঁড়ালেন
হ্যামিলনের বংশী ওয়ালা
কণ্ঠে উচ্চারিত হল চির চেনা “ভায়েরা আমার” ।
তখনি পাখির কলতানে , নদীর স্রোতে ,
ফুলের সৌরভে , লক্ষ জনতার কণ্ঠে
উচ্ছল আনন্দে ধ্বনিত হল জয় বাংলা ।
নজরুল ইস লাম – কবি ও রাজনীতিবিদ ।সবুজবাগ, ঢাকা ।
Share: