মাহবুব বাশারঃ
লক্ষ্মীপুরে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি বেসরকারি হেলিকপ্টার ফসলি মাঠে নিরাপদে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামের একটি ধানক্ষেতে হঠাৎ ওই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করলে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়।
রাত সাড়ে ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময় সেটি ওই ধানক্ষেতেই অবস্থান করছিল। ঢাকা থেকে টেকনিক্যাল টিম এসে যান্ত্রিক ত্রুটি মেরামত করার কথা রয়েছে।
তবে কপ্টারের পাইলট ক্যাপ্টেন মো. কামাল হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
স্থানীয় স্কুল শিক্ষক লুৎফর রহমান বলেন, বিকেলের দিকে একটি হেলিকপ্টার ৪ জন যাত্রী নিয়ে একটি ধানক্ষেতে অবতরণ করে। সেখানে থাকা চারজন যাত্রী কপ্টারটি ভাড়া করে নোয়াখালীর হাতিয়াতে দাওয়াত খেতে যান। সেখান থেকে ফেরার পথে লক্ষ্মীপুরের আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক জরুরি অবতরণ করে। কপ্টারে থাকা যাত্রীরা সড়ক পথে তাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা হন বলে জানান তিনি।