৪ দাবির ভিত্তিতে রাজনৈতিক ঐক্যের আহ্বান গণসংহতির

প্রেস ওয়াচ রিপোর্টঃ

চার দফা দাবির ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (২৭ আগস্ট) বিকালে শাহবাগে সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানান দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

চার দফা দাবি তুলে ধরেন জোনায়েদ সাকি। দাবিগুলো হলো—

প্রথমত, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এবং অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা ছাড়াতে হবে। একইসঙ্গে আগামী আরও ৩টি নির্বাচন এভাবে অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

দ্বিতীয়ত, বিচারপতি নিয়োগ, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে এবং সব সাংবিধানিক পদসমূহে নিয়োগের ক্ষেত্রে স্বাধীন সাংবিধানিক কমিশন গঠন করতে হবে। যাতে করে সাংবিধানিক পদে থেকে সরকারের আজ্ঞাবহতা থেকে বের হয়ে এসে নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে।

তৃতীয়ত, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করে সংসদ সদস্যদের কথা বলা এবং ভোটধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

চতুর্থত, সংসদে সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে আসন বণ্টন করতে হবে।

ঢাকা মহানগর সমন্বয়কারী মনির উদ্দীন পাপ্পুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। এছাড়াও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু।

মা/হ

Share: