কর্নেল শহীদসহ ৫ জনের বিরুদ্ধে মামলার রায় ১ সেপ্টেম্বর

দিপু সিদ্দিকীঃ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় লে. কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খানসহ পাঁচ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফছা ঝুমা রায়ের জন্য এই দিন ধার্য করেন।

এদিন মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার  জন্য নতুন এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার আসামিরা হলেন— লে. কর্নেল (বরখাস্ত) শহীদ উদ্দিন খান, শহীদ উদ্দিনের স্ত্রী  ফারজানা আনজুম, সৈয়দ আকিদুল আলী,  মো. জহিরুল হক খন্দকার ও মো. খোরশেদ আলম পাটোয়ারী। এদের মধ্যে সৈয়দ আকিদুল আলী ও  খোরশেদ আলম পাটোয়ারী কারাগারে রয়েছেন। বাকি তিন জন পলাতক রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৫ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ উদ্দিন খানের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ছয়টি গুলি, দুটি শটগান ও তিন লাখ জাল টাকা উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় ১৭ জানুয়ারি বিপ্লব কুমার শীল বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করেন।

এই মামলায় অভিযোগপত্রে থাকা ২১ জন সাক্ষীর মধ্যে আদালতে বিভিন্ন সময়ে ১০ জন সাক্ষ্য দিয়েছেন। এছাড়া জব্দ তালিকায় থাকা ৪ জন সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মা।হ

Share: