জানিপপের ন্যাশনাল ভলেন্টিয়ার পরিবেশবিদ ড. আব্দুল হাই মজুমদারের মৃত্যুতে জানিপপ চেয়ারম্যানের শোক

ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ বাংলাদেশ রাবার বোর্ডের সাবেক পরিচালক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর ন্যাশনাল ভলেন্টিয়ার বিশিষ্ট পরিবেশবিদ ড. আব্দুল হাই মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। আজ সোমবার (২৩ আগস্ট, ২০২১) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক শোক বার্তায় জানিপপ এর চেয়ারম্যান প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

Share: