আর্সেনালকে হারালো চেলসি

প্রেস ওয়াচ ডেস্কঃ

আর্সেনালের বিপক্ষে জয় পেলো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রোমেরু লুকাকু ও রিস জেমসের লক্ষ্যভেদে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।

চেলসির হয়ে এই মৌসুমে খেলে আলো ছড়াতে শুরু করেছেন রোমেলু লুকাকু। অন্যরাও কম যাননি। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম ম্যাচে ব্রেন্ডফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছিল মিকেল আর্তেতার দল।

ম্যাচ ঘড়ির ১৫ মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় চেলসি। সতীর্থের পাসে ডান দিক থেকে গোলমুখে আড়াআড়ি ক্রস বাড়ান রিস জেমস। নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ইন্টার মিলান থেকে আসা বেলজিয়ান লুকাকু।

ইন্টার মিলান থেকে চেলসিতে ফেরার পর প্রথম ম্যাচেই জালের দেখা পেলেন এই বেলজিয়ান স্ট্রাইকার।

এরপর আক্রমণ অব্যাহত রাখে চেলসি। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মার্কাস আলোনসো থেকে পাওয়া বল মাউন্ট বাড়ান ডান দিকে ফাঁকায় থাকা জেমসকে। দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন প্রথম গোলে অবদান রাখা এই ডিফেন্ডার।

৪১মিনিটে পেনাল্টির জোরালো আবেদন করেছিল আর্সেনাল। রেফারির সাড়া মেলেনি। বিরতির পর আর্সেনাল সুযোগ পেয়েও গোল শোধ দিতে পারেনি।

৫০ মিনিটে সাকার দূরপাল্লার শট প্রতিহত করেন গোলরক্ষক মঁদি।

৭৬ মিনিটে লুকাকু পাননি দ্বিতীয় গোলের দেখা। মাউন্টের ক্রসে বেলজিয়ান স্ট্রাইকারের বুলেট গতির হেড গেলকিপারের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে প্রতিহত হয়।

শেষ পর্যন্ত চেলসি ২-০ স্কোরলাইন রেখে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এদিকে সাউথ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রেদের আত্মঘাতী গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ে। তবে দলকে সমতায় ফেরান ম্যাসন গ্রিনউড।

প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত ওলে গানার শুলসারের দল।

 

Share: