বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র গঠনে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন : ড. কলিমউল্লাহ

আইরিন নাহার/ডেইলি প্রেসওয়াচ রিপোর্ট: জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন,বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র গঠনে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।

রবিবার (২২ আগস্ট) জানিপপের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অঙ্গণে অচলাবস্থা ও কুলষিত সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয় -ড. কলিমউল্লাহ
প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, চেয়ারম্যান-জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-ডেইলি প্রেসওয়াচ

এসময় ড. কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র গঠনে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। স্বদেশ প্রত্যাবর্তন করেই সংবিধান প্রণয়ন করার পাশাপাশি দেশের কল্যাণে বিভিন্ন আইন কানুন প্রচলন করেন যা ছিলো আধুনিক রাষ্ট্রের জন্য যুগান্তকারী পদক্ষেপ।

 

মেজর মোহাম্মদ আলী

সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভূইঁয়ার যোগ্য সন্তান মেজর মোহাম্মদ আলী। মেজর আলী বলেন, আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও তিনি খন্দাকার মুশতাকের মরোণত্তর বিচার দাবি করার পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানান।

দিপু সিদ্দিকী,সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা-ডেইলি প্রেসওয়াচ

রয়্যাল  ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দিপু সিদ্দিকী আজকের আলোচনায় বক্তব্য উপস্থাপন করে বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালী জাতির অকৃত্রিম বন্ধু। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন।

আজকের আলোচনায় সূচনা বক্তব্য প্রদান করেন অর্ণব মুর্শেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হারিয়ে আমরা শোকাহত।

জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু ছাত্র অবস্থা থেকেই গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে আত্ননিয়োগ করেছিলেন। পরবর্তীতে বাঙালী জাতির অধিকার আদায়ে শাসকগোষ্ঠীর জন্য তিনি অপ্রতিরোধ্য হয়ে উঠেন।

লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান

জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও সাংবাদিক ইঞ্জিনিয়ার জনাব মোঃ মনজুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে ৭৫ এ হত্যা না করলে বাংলাদেশের অগ্রযাত্রা আরো বহুগুণে বৃদ্ধি পেত। দলীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠে সবাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে সামনে এগিয়ে যাওয়ার দিকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আলো বক্তব্য উপস্থাপন করেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ আরশাদ। অপরদিকে অত্র আলোচনায় আরো উপস্থিত ছিলেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ কামাল উদ্দিন।

মা/হ

 

Share: