আমন মৌসুমে বাম্পার উৎপাদনের সুযোগ করে দিয়েছে বুড়িতিস্তা সেচ প্রকল্প

প্রেস ওয়াচ ডেস্ক ঃ

উত্তরের জেলা নীলফামারীতে কখনও খরা, কখনও বৃষ্টি। প্রকৃতির এই দুই বিপরীত অবস্থানের মধ্যেই চাষের কাজ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। তবে এবার আমন মৌসুমে তাদের জন্য বাম্পার উৎপাদনের সুযোগ করে দিয়েছে বুড়িতিস্তা সেচ প্রকল্প। আইনি ঝামেলায় গত ১০ বছর প্রকল্পটি বন্ধ ছিল। সংশ্লিষ্টদের মতে, এ কারণে প্রায় ৬০ হাজার মেট্রিকটন ধান কম উৎপাদন হয়েছে। টাকার অঙ্কে প্রায় ১৩২ কেটি টাকার ক্ষতি। তবে সেচ প্রকল্প এলাকায় এবার ছয় হাজার মেট্রিকটন ধান বাড়তি উৎপাদন হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমন মৌসুমে উত্তরাঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, তার অর্ধেকও এবার হয়নি। এ কারণে কৃষক আমন ধান রোপন করতে পারেননি। আমরা কৃষকদের চাহিদার কথা চিন্তা করে সামান্য কিছু সংস্কারকাজ করে সেচ প্রকল্পটি চালু করেছি। কৃষকরা এখন সেচের পানি ব্যবহার করে আমন চারা রোপণ করছেন।’

তিনি আরও বলেন,‘গত ১০ বছরে ওই প্রকল্প বন্ধ থাকায় ৬০ হাজার মেট্রিক টন ধান কম উৎপাদন হয়েছে। টাকার অঙ্কে প্রায় ১৩২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এবার চালু হওয়ায় প্রকল্প এলাকায় ছয় হাজার মেট্রিক টন ধান বাড়তি উৎপাদন হবে বলে আশা করছি।’

প্রকল্পের অবকাঠামো সংস্কার, নির্মাণ ও রিজার্ভার খননের জন্য সম্প্রতি একনেকের সভায় ১২০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্র জানায়, ২০১০ সালে প্রকল্পের জলাধারটি মাছ চাষের জন্য তুসকা রিসোর্সেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান লিজ নেয়। পরে ওই লিজ স্থগিত চেয়ে উচ্চ আদালতে মামলা হলে, ২০২০ সালের ১৫ মে তা নিষ্পত্তি হয়। পরে চলতি বছরের ২৮ জুলাই প্রকল্পটি চালু হয়।

Share: