একমাত্র বঙ্গবন্ধুই দক্ষিণ এশিয়ায় জাতি রাষ্ট্র গঠনে সফল হয়েছেন :ড.কলিমউল্লাহ

আইরিন নাহার/ডেইলি প্রেসওয়াচঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জানিপপ’র ওয়েবেনার জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. কলিমউল্লাহ বলেছেন, একমাত্র বঙ্গবন্ধুই দক্ষিণ এশিয়ায় জাতি রাষ্ট্র গঠনে সফল হয়েছেন। তিনি তাঁর নেতৃত্বের গুলাবলি, ক্যারিশমা ও ভাষণের মাধ্যমে বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তাঁর বলিষ্ঠ ভূমিকার কারণেই বাঙালী জাতি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়।

গত মঙ্গলবার জানিপপ’র ওয়েবেনার জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতির বক্তব্যে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন।

রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক ও শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান দিপু সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে আলোচনায় বক্তব্য উপস্থাপন করে বলেন, জাতির স্বকীয়তা বজায় রাখার জন্য বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুকে কোন দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সার্বজনীন বঙ্গবন্ধু হিসেবে তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করতে হবে। তাহলেই জাতির পিতার আদর্শ বাস্তবায়িত হবে।

প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক ও শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান দিপু সিদ্দিকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার দেওয়ান নুসরাত জাহান,বৃহত্তর ফরিদপুরের সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক পি আর বিশ্বাস, জনতা ব্যাংকের কর্মকর্তা ও জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব খোরশেদ আলম,জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান ,জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ আরিফুল ইসলাম ,জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার যথাক্রমে আফসানা সনি ও জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ কামাল উদ্দিন ।

সূচনা বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার দেওয়ান নুসরাত জাহান। তিনি বাংলাদেশের সূচনালগ্নে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন। কৃষি, শিক্ষা ও প্রশাসনিক উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান ছিলো যুগোপযুগি। বঙ্গবন্ধুকে নিয়ে আরো বেশি করে গবেষণা করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

মঙ্গলবার ১৭ আগস্ট, ২০২১ । জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওয়েবেনার জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা                                ছবি -ডেইলি প্রেসওয়াচ ।

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বৃহত্তর ফরিদপুরের সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক পি আর বিশ্বাস। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার আহ্বান জানান। এছাড়াও জাতির পিতার দর্শন বাঙালী জাতির জন্য অন্যতম পাথেয় হিসেবে কাজ করবে বলে মতামত ব্যক্ত করেন।

ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য উপস্থাপন করেন জনতা ব্যাংকের কর্মকর্তা ও জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব খোরশেদ আলম। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মলাভের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সহজ হয়েছে। বঙ্গবন্ধুর সকল খুনীদের তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার, লেখক, ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু একটি রাষ্ট্র গঠন ও পরিচালনা করার জন্য নিবেদিত কর্মী বাহিনী ও রাজনৈতিক দল গঠন করেন। যা পরবর্তীতে জাতির জন্য কল্যাণ বয়ে আনে। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ আরিফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ। তিনি ১৯৫৫ সাল থেকেই পূর্ব বাংলার স্বায়ত্ত্বশাসন দাবি করেন। পরবর্তীতে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার যথাক্রমে আফসানা সনি, ও মোঃ হাসিনুর রহমান। অপরদিকে অত্র আলোচনায় আরো উপস্থিত ছিলেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার মোঃ কামাল উদ্দিন ।

মা/হ

Share: