আসামি ছিনিয়ে নিতে হামলা, পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ২

প্রেস ওয়াচ রিপোর্টঃ

বগুড়ার সারিয়াকান্দিতে চাঁদাবাজির মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার কুপতলা সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পৌর কাউন্সিলর ও তার ভাইকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন– সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহাপাড়ার মৃত জাহেদ আলী সরদারের বড় ছেলে হিরক আহমেদ জনি (৩৮) এবং ছোট ছেলে সারিয়াকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপেল মাহমুদ রনি (৩৫)।

সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) লাল মিয়া জানান, এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে সোমবার রাতে কুপতলা সাহাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে চাঁদাবাজি মামলার আসামি হিরক আহমেদ জনিকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। জনিকে ছিনিয়ে নিতে তার ভাই পৌর কাউন্সিলর আপেল মাহমুদ রনি ও তার লোকজন পুলিশের ওপর হামলা এবং মারপিট করেন। তাদের মারধরে এসআই বাবর, এএসআই কামরুল, কনস্টেবল মাহবুব ও রুবেল আহত হন। এ ঘটনায় জনি ও তার ভাই রনিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জনির বিরুদ্ধে সারিয়াকান্দি ও গাবতলী থানায় ১৪টি মামলা রয়েছে। এ ব্যাপারে এসআই কাজী নজরুল ইসলাম বাদী হয়ে পৌর কাউন্সিলর আপেল মাহমুদ রনিকে প্রধান আসামি করে ১১ জনের নামে এবং অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতারের সময় আহত জনি ও রনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

জা/মা /রুপা

Share: