শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে আফগান সরকার

প্রেসওয়াচ ডেস্কঃ আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিজাকওয়াল বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। রবিবার তালেবান কাবুলের চারপাশ ঘিরে রাখার পর এ কথা জানালেন তিনি।

স্থানীয় টোলো টিভিকে আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, কাবুলে হামলা চালাবে না তালেবান। তিনি বলেন, আফগান জনগণের উদ্বিগ্ন হওয়া কিছু নেই। শহরে কোনও হামলা হবে না এবং অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক আফগান কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, তালেবানের মধ্যস্থতাকারীরা আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে যাচ্ছেন ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির জন্য।

এর আগে তালেবান জানায়, তারা তাদের যোদ্ধাদের কাবুলের বিভিন্ন প্রবেশ পথে অপেক্ষার নির্দেশ দিয়েছে।

তালেবানরা কাবুল অভিমুখে রওনা দেওয়ার খবরে শহর থেকে অনেক মানুষ পালাতে শুরু করেন। এতে কয়েকটি সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।

বিবিসি’র খবরে বলা হয়েছে, তালেবান শহরের প্রবেশপথগুলোতে যোদ্ধাদের সহিংসতা এড়ানোর নির্দেশ দিয়েছে। কেউ শহর ছাড়তে চাইলে তাকে নিরাপদে যাওয়ার সুযোগ দিতেও বলা হয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, অনেক মানুষ নিজেদের গাড়ি ফেলে হেঁটে বিমানবন্দরের দিকে আগাচ্ছেন।

Share: