ডাক্তার এ বি এম মাহবুবুল হক ( মনোয়ার ) : আমরা লকডাউন এবং শাটডাউনের প্যাচে পরিয়া অধীর হয়ে অপেক্ষা করেছিলাম কবে বিহঙ্গ হব l সেই দিন আসিয়াছে আজ 11 ই আগস্ট l
সকাল থেকে আমরা মুক্তবিহঙ্গ নেই কোন বাধা যেখানে মন চায় সেখানে যাব , তবে মাক্স পড়ে দূরত্ব বজায় রেখে আমরা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করব এই হোক আমাদের প্রতিজ্ঞা l