বঙ্গবন্ধু বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিমন্ডলে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন: ড. কলিমউল্লাহ

ডেইলি প্রেস ওয়াচ রিপোর্টঃ

শোকাবহ ১৫ আগস্ট ও জানিপপ-এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)-এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ০৯ আগস্ট, ২০২১ খ্রি, তারিখে জানিপপ-এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে দেশ গঠনে আত্মনিয়োগ করেন। পাশাপাশি দেশের পরিচিতির জন্য আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তিনিই জাতিসংঘে প্রথম বাঙালী হিসেবে বাংলায় ভাষণ দেন।

এছাড়াও সভাপতি তাঁর বক্তব্যে জানিপপ-এর বর্তমান ও সাবেক কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য, বিভাগীয় সমন্বয়কারী, ন্যাশনাল ভলেনটিয়ার এবং শুভাকাক্সক্ষীদের অত্র প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জানিপপ গত দুই যুগের বেশি সময় ধরে দেশে এবং বিদেশে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জানিপপ-এর ন্যাশনাল ভলেনটিয়ার ড. তানভীর ফিত্তীণ আবীর। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ভলেনটিয়ার যথাক্রমে আফসানা সনি, মোঃ এহতেরামুল হক, মৌমিতা সেন, মোহাম্মদ হাবিবুর রহমান এবং আব্দুল্লাহ আল তোফায়েল। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শোকের মাস উপলক্ষ্যে সাত মাসব্যাপী ভার্চুয়াল আলোচনা সভায় জানিপপ-এর ন্যাশনাল ভলেনটিয়ারগণ বঙ্গবন্ধুর অবদান ও আত্মত্যাগ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ।

Share: