ঢাকা, ৩১ জুলাই, ২০২১ দিপু সিদ্দিকী : করোনা সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতিতে ২০২০ সালের ১১ মে থেকে ২০২১ সালের ২৯ জুলাই পর্যন্ত সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়ালি শুনানিতে ৩ লাখ ২২৮টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, এসব মামলায় ১ লাখ ৫১ হাজার ১৪৬ জন অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।সুত্র-বাসস।