স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে মানুষ।।

দিপু সিদ্দিকী ঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে চলছে সরকার ঘোষিত দুই সপ্তাহে ‘কঠোর লকডাউন (বিধি-নিষেধ)’ । মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর ১৪,১২,১১,১০ ও ২ নম্বর এলাকার পাড়া-মহল্লা ও বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায় নানা অজুহাতে ঘরের বাইরে আসছে মানুষ।

সকাল থেকে রাজধানীর শাহবাগ,খিলগাঁও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে বসেছে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। এসব চেকপোস্টে পরিবহন দেখলেই গতিরোধ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাবেন। সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ দিতে পারলেই পরিবহনগুলো ছাড়া হচ্ছে চেকপোস্ট থেকে।

নয়াবাগ,বাসাব এলাকার বাসিন্দা সুজন মিয়া  বাজার করতে বের হয়েছেন।  যাচ্ছিলেন খিলগাঁও বাজারে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বাজার করতে বাইরে বের হয়েছি। এসময় দায়িত্বরত পুলিশ আমার কাছে জানতে চায় কেন ঘর থেকে বের হয়েছি? যা সত্য তাই বলেছি পুলিশকে। প্রথমবারের মতো সতর্ক করে তারা আমাকে ছেড়ে দিয়েছেন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে তারা (পুলিশ) আমাকে বারণ করেছেন।

দক্ষিণগাঁও ৪নং রোড থেকে খিলগাঁও তালতলা এসেছেন অভি কফি ও বার্গার কেনার জন্য কিছু না পেয়ে  হেঁটে হেঁটেই বাসায় ফিরে যাচ্ছেন।

দায়িত্বরত  এক পুলিশ কর্মকর্তা জানান , সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। ব্যাংক খোলা থাকায় মানুষ বাইরে আসছেন। এছাড়াও অনেকে টিকা দিতে ও অসুস্থ থাকায় হাসপাতালে যাচ্ছেন। আমরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছি। সরকারি আইন অমান্য করলেই করা হচ্ছে মামলা ও জরিমানা।

৫ আগস্ট পর্যন্ত দেশ কঠোর বিধিনিষেধের আওতায় থাকবে।

 

প্রেসওয়াচ রিপোর্ট।

Share: